
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার পল্লীতে বালু দস্যুদের হামলায় ভ্যানচালক মোখলেসুর রহমান (৬৫) নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় নিহত ব্যক্তির ছেলে খোকন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় স্থানীয় ইউপি সদস্য এমদাদুলসহ ১৩ জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের নাম উল্লে¬খ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন কে আসামীকরা রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, শুক্রবার দুপুরে নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের স্বজনরা লাশ দাফন শেষে রাত সাড়ে ১০টার দিকে থানায় মামলা করেছে। মামলায় ইউপি সদস্য এমদাদুলসহ ৯ জনের নাম উলে¬খ ও অজ্ঞাতনামা ৩/৪জন আসামী রয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।