
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান।
কবিআড্ডা ও কবিতা পাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বগুড়া জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, আত্রাই বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ করিম মোহাম্মদ, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি জি এম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে কবি সাহিত্যিকদের। কেন না তারাই পারে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে। এক্ষেত্রে বগুড়া লেখক চক্র এই অঞ্চলে সমাজ ও জাতি গঠনের বড় ভূমিকা পালন করছে। প্রধান অতিথি মহাস্থানের ইতিকথা বর্ণনা করেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার সারিয়াকান্দি প্রতিনিধি খায়রুল আলম, সাংস্কৃতিক কর্মী শফিকুল ইসলাম বিপুল, শিল্পী শিলা পারভনি, দৈনিক ভোরের দর্পণের শিবগঞ্জ প্রতিনিধি, আবদুর রউফ রুবেল, ভোরের কাগজের শিবগঞ্জ প্রতিনিধি পবন রায়, সাংবাদিক প্রদীপ মোহন্ত, বজলুর রহমান, হাবীবুল্লাহ জুয়েল, আল আমিন মোহাম্মদ, আফসানা জাকিয়া ও সাইফুল ইসলাম বাদল, কবি সাকিল আহমেদ, শাহানুর শাহিন, আবু রায়হান, হিরণ্য হারুন, মিনহাজ উদ্দিন, আমিনুল ইসলাম রনজু প্রমুখ।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।