
সখিপুর প্রতিনিধি: অপারেশনের জন্য এক রোগীকে রক্তদান শেষে বাড়ি ফেরা হলো না টাঙ্গাইলে সখীপুরের আলীম নামের এক যুবকের। গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক রোগীকে রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সখীপুরের আলীম।
সড়ক দুর্ঘটনায় নিহত আলীম উপজেলার বড়চওনা গ্রামের রফিকুল ইসলাম রফিক মিস্ত্রির ছেলে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে এক সিজারের রোগীকে রক্ত দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান রফিক মিস্ত্রির ছেলে আলীম। রক্তদান শেষে বাড়ি ফেরার পথে সখীপুর উপজেলার বেলতলী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে আলীম আহত হন।
গুরুতরবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।