![]() |
বগুড়ার শেরপুর উপজেলার চন্ডেশর গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের আবাদি জমি বেদখল করে ঘর তৈরী করেছেন গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী সাইদুর রহমান |
উপজেলার চন্ডেশ্বর গ্রামের সাইদুর রহমান নামে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধার সন্তান আবুল কালাম আজাদ শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর পৌর এলাকার হাজীপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে আবুল কালাম আজাদ প্রায় ১২ বছর আগে হাজীপুর ও মহিপুর মৌজায় ৩৯ শতক জমি কিনে চাষাবাদ করে আসছেন। এ অবস্থায় উপজেলার চন্ডেশ্বর গ্রামের ভূমি ব্যবসায়ী সাইদুর রহমান তিন মাস ধরে আবুল কালাম আজাদের ৩৯ শতক জমি থেকে সাড়ে ১০ শতক জমির মালিকানা দাবি করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিসী বৈঠকে সাইদুর রহমান জমির মালিকানার স্বপক্ষে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। ফলে উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
এছাড়া এই জমি নিয়ে উপজেলা ভূমি অফিসে নামজারি সংক্রান্ত আপিল মামলায় সাইদুর রহমান কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় আবুল কালাম আজাদের পক্ষে রায় ঘোষণা করা হয়। এদিকে বৈধ কাগজপত্র ছাড়াই সাইদুর রহমান ওই জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে সাইদুর রহমান ও তার ভাড়া করা লোকজন ওই জমিতে টিনের ঘর তৈরি করে সেখানে নানা জাতের গাছ রোপন শুরু করেছে। এ ঘটনায় প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান বাদী হয়ে বুধবার রাতে ব্যবসায়ী সাইদুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
এ বিষয়ে ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ওয়ারিশ সূত্রে আমার স্ত্রী গোলেনুর খাতুন ওই জমি থেকে সাড়ে ১০ শতক জমির মালিক। কিন্তু আবুল কালাম আজাদ আমার স্ত্রীকে স্বেচ্ছায় জমি ছেড়ে না দেওয়ায় দখল নিয়েছি।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধার সন্তানের আবাদি জমি দখলের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।