
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস বেগম উষার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী পশ্চিমপাড়ায় বাবুল প্রামানিকের বাড়িতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সমাজ সেবক হাজী রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজ সেবক হাজী ওয়াজেদ আলী মিয়া, আবু হেনা দালাল, হাজী জহুরুল ইসলাম জোয়াদ্দার, হাজী রেজাউল করিম, শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহিন মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছেত প্রামানিক, শহিদুল ইসলাম, রহম আলী মন্ডল, আবুল কালাম প্রমুখ।
এ সময় আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস বেগম উষা ইতি মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মাঠে নেমেছেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ছুটে চলেছেন ভোটারদের সাথে তার উপস্থিতি জানান দিতে। মতবিনিময় কালে তিনি বলেন, উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে এসেছি। এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব দুঃখ ঘোচাতে চেষ্টা করে এসেছি। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চেষ্টা করবো। গরীব ও অসহায় মানুষের হক পৌছে দিতে চেষ্টা করবো। বাল্য বিবাহ, মাদক-জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে যথাসাধ্য কাজ করবো। অবহেলিত বেলকুচি উপজেলায় উন্নয়নে সবকিছু করতে চাই।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।