সরিষাবাড়ীতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ

S M Ashraful Azom
0

সরিষাবাড়ীতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের সরিষাবাড়ীতে টিভি-ক্যাবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। এতে পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার ক্যাবল নেটওয়ার্ক গ্রাহকরা সেবা বঞ্চিত হচ্ছেন।

জামালপুর জেলার ক্যাবল নেটওয়ার্ক মালিক এসোসিয়েশনের সমন্বয়ক আব্দুল হক তরফদারের অভিযোগ-ক্যাবল মালিকরা সকলেই বিটিভি লাইসেন্স, পৌরসভার ট্রেড লাইসেন্সসহ প্রচলিত আইন-নিয়ম-নীতি মেনেই পৌর ট্যাক্স ও ভ্যাট পরিশোধ পূর্বক ব্যবসা পরিচালনা করছি। এরপরও সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রোকন সব ক্যাবল গ্রাহকদের কাছ থেকে জনপ্রতি শতকরা ১০ টাকা করে দাবি করেছেন। দাবি পূরণ নাকরায় ক্ষুব্দ মেয়র রবিবার দুপুর দেড়টার পূর্বঘোষণা ছাড়াই শিমলা বাসস্ট্যান্ড শাহারিয়া মার্কেটের ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোলরুমে তালা ঝুলিয়ে দেন।

কন্ট্রোলরুমের কর্মচারী একরামুল আজাদ শ্রাবণ জানান-কন্ট্রোলরুমের মনিটরসহ সব মালামালও নিয়েছেন মেয়র। ভাটারা ইউনিয়নের ক্যাবল মালিক কাঞ্চন মিয়া জানান-১০জন ক্যাবল অপারেটর মালিকের আওতায় প্রায় পাঁচ হাজার বৈধ ক্যাবল গ্রাহক সেবাবঞ্চিত হচ্ছেন। অচিরেই ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুম খোলাসহ মালামাল ফেরৎ নাদিলে কর্মসূচি দেওয়া হতে পারে।

এ ব্যাপারে মেয়র রুকুনুজ্জামান রোকনের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top