টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত

S M Ashraful Azom
0

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা এবং দুপুরে মির্জাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় রাস্তা পারাপাররত অবস্থায় বালু ভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

এ প্রসঙ্গে গোড়ায় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তারেকুজ্জামান বলেন, মহাসড়কের বাঐখোলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নিহত ওই মা ও মেয়ে। এ সময় ঢাকাগামী বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে জাহানারা নিহত হলেও গুরুতর আহত হন মা বাচাতন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় বাচাতনের মৃত্যু হয়। এ ঘটনায় মির্জাপুরের বেলতুলী এলাকার হাসান আলী খানের স্ত্রী বাচাতন (৭০) ও তার মেয়ে জাহানারা (৫২)। তবে দুর্ঘটনায় জড়িত ঘাতক চালকসহ ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।

অপরদিকে দুপুরে মির্জাপুর উপজেলার রাজনগর গ্রামে ও বাঁশতৈল ইউনিয়নের হোছেন মার্কেট এলাকায় পৃথক দুর্ঘটনায় নিহত হন অপর দুইজন। এ দুর্ঘটনার মধ্যে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের ধাক্কায় মির্জাপুর উপজেলার রাজনগর গ্রামের কুতুব বাজার থেকে মির্জাপুর-বালিয়া আঞ্চলিক সড়ক দিয়ে হেটে বাড়ি যাওয়ার পথে নিহত হন হযরত আলী। এছাড়াও উপজেলার বাঁশতৈল গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক দিয়ে বাইসাইকেলযোগে হাটুভাঙ্গা বাজারে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন বাইসাইকেল আরোহী হৃদয়। এ ঘটনায় নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার রাজনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হযরত আলী (৭৫) এবং আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সুলতান উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (১৪)।

বাঁশতৈল ফাঁড়ি ও মির্জাপুর থানা পুলিশ ঘাতক মোটরসাইকেল ও সিএনজি চালিত অটো রিক্সাটি আটক করতে পরলেও চালকদের গ্রেফতার করতে পারেননি বলে জানা গেছে। এছাড়াও দুর্ঘটনার পর নিহতদের মরদেহ পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুকুল ও মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু ।


⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top