বগুড়ায় প্রাণের একুশে বইমেলা শুরু

S M Ashraful Azom
0
বগুড়ায় প্রাণের একুশে বইমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : নানা আয়োজনে প্রাণের বইমেলা শুরু হলো বগুড়ায়। বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন জুড়ে ৯ দিনের একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম।

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বইমেলার স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। ৯ দিন ব্যাপী একুশে বইমেলায় বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে ৬৫টি বইয়ের স্টল বসছে। প্রতিদিনি থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বইমেলায় জেলার দুই প্রবীণ সংস্কৃতিকজনকে সম্মাননা প্রদান করা হবে। বগুড়ার নাটকে অবদান রাখায় এবার নাট্যজন শ্যামল ভট্টাচার্য্য সংবর্ধিত হবেন। এছাড়া বইমেলার শেষ দিনে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে মরহুম নূরুল মোহসিন ছটিকে মরনোত্তর পদক প্রদান করা হবে।

বইমেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন এর আয়োজনে থাকছে। প্রথম দিনে বগুড়ার লেখক অনন্য রফিক এর গল্প গ্রন্থ অনন্য সাহিত্য সমগ্রের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এছাড়া নতুন বই এসেছে কবি ও লেখক সারমীন সীমার নৈঃশব্দের জোছনা। বগুড়ার লেখকদের আরো কিছু নতুন বই আজ বৃহস্পতিবার বইমেলায় প্রকাশ পাবে।

প্রধান অতিথির আব্দুল মান্নান এমপি বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বলেন, যত দ্রুত সম্ভব বগুড়ার শহীদ মিনার নতুন করে নির্মাণ করা হবে। চেষ্টা চলছে আগের আদলে শহীদ মিনারটি নির্মাণ করার। আগামী জাতীয় শহীদ দিবসে বগুড়ার সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ মানুষ নতুন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। বইমেলার পরিসর আরো বাড়াতে হবে।

কারণ বইমেলায় আগের থেকে প্রকাশনী, লেখক, পাঠকের ভিড় বেড়েছে। সেই কারণে আরো নতুন করে সাজানোর কথা বলা হয়েছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top