
আনসার আলী, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে “ঢাকার বুকে এক টুকরো ধনবাড়ী” এই শ্লোগানকে সামনে রেখে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, ধনবাড়ী সরকারী নওয়াব ইন্স্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী শিক্ষার্থী সংসদের উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আল-আমিনের সঞ্চালনায় শাহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল। আনন্যোর মধ্যে রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, ধনবাড়ী শিক্ষার্থী সংসদের উপদেষ্টা শামীম আল-মাহমুদ শিমুল, সহ-সভাপতি হাওয়া খাতুন, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক শাহ্ আলম শুভ, ইমামুল হাসান নিপুন, কেয়া তাহমিনা, মৌসুমি তাজনিন মৌ প্রমুখ।
উল্লেখ্য, এ শিক্ষার্থী সংসদ এ পর্যন্ত ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেছেন এবং এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তাদের সকল উপদেশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতা করেন।
শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ।
⇘সংবাদদাতা: আনসার আলী
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।