গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ গত ১২ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে গাইবান্ধার সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের ইতিপূর্বের প্রেরিত পদত্যাগপত্র অগ্রাহ্য করে পার্টির পূর্বের সকল পদে পুনর্বহাল করেছেন।
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার জাতীয় পার্টি ছেড়ে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। এদিকে সম্প্রতি জেলা পরিষদ গেট সংলগ্ন জাতীয় পার্টির অফিসে সংবাদ সম্মেলন ডেকে আব্দুর রশিদ সরকার পুনরায় জাতীয় পার্টিতে ফেরার ঘোষণা দেন। উল্লেখ্য যে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালিন সময়ে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আব্দুর রশিদ সরকার। পরে তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।