
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন হাজি মো. জাহিদুল ইসলাম জাহিদ।
শনিবার দুপুরের দিকে রৌমারী উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে এ মনোনয়নপত্র কিনেছেন। এসময় উপজেলা আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। তিনি রৌমারী উপজেলা শ্রমিকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও তিনি আমদানী রপ্তানী এ্যাসোসিয়েসনের বর্তমান সভাপতি। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৮৭সালে ছাত্রলীগ, পরে যুবলীগ ও সর্বশেষ আওয়ামীলীগ মুল দলে যোগ দেন।
হাজি মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে রৌমারী উপজেলাটি উম্মুক্ত থাকায় আমি এ নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছি। এলাকার অধিকাংশ লোকেই আমাকে চায়। আশা করি এলাকার সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাব। অবহেলিত এলাকায় রাস্তাঘাট, ব্রীজ,কালভার্ট নির্মাণ করব। হত-দরিদ্রদের সর্বাত্মক সহযোগিতা, বাল্যবিবাহ সচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধসহ স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।
এ পর্যন্ত রৌমারী নির্বাচন অফিস কার্যালয় থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র কিনেছেন।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।