ধুনটে তথ্য অধিকার আইনের জন অবহিতকরণ সভা

S M Ashraful Azom
0
ধুনটে তথ্য অধিকার আইনের জন অবহিতকরণ সভা
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু। জনঅবহিতকরণ সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় সভায় প্রধান অতিথি বলেন, তথ্য পাওয়া দেশের সব জনগণের অধিকার। তাই বর্তমান সরকার এ আইন বাস্তবায়নে কাজ করছে। আইনটি বাস্তবায়ন হলে জনগণের সঙ্গে সরকারের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। একইসঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দপ্তরগুলোর কার্যক্রমে জবাবদীহিতা নিশ্চিত হবে। এজন্যই এই আইনটি সম্পর্কে গণসচেতনতা তৈরীর জন্য অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top