ইসলামপুর সরকারী হাসপাতালে কর্মস্থলে না থেকেও বেতন নিচ্ছেন ৪ডাক্তার

S M Ashraful Azom
0
ইসলামপুর সরকারী হাসপাতালে কর্মস্থলে না থেকেও বেতন নিচ্ছেন ৪ডাক্তার
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালটিতে ৩৩ জন ডাক্তারের পদ থাকলেও মাত্র ৭ জন কর্মরত রয়েছে । এর মধ্যে ৪ জনই প্রেষণে অন্যত্র কর্মরত রয়েছে। মাত্র ৩ জন ডাক্তার দিয়ে চলছে এ অঞ্চলের ৫ লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবা। এতে নদীভাঙন কবলিত দরিদ্রতম এ উপজেলায় স্বাস্থ্য সেবা থেকে প্রতিনিয়তই সাধারন মানুষ বঞ্চিত হচ্ছে।

জানা যায়, যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত ইসলামপুর একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের সাড়ে ৫ লক্ষাধিক মানুষের বসবাস। এছাড়া নিকটবর্তী মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এ স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন ৩টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রসহ হাসপাতালটিতে ৩৩ জন ডাক্তারের পদ রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৮ জন ডাক্তার কাগজ-কলমে কর্মরত থাকলেও ৪ জন ঢাকা ও  টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে প্রেষণে রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি এ্যাম্বুল্যান্স থাকলেও একটি দীর্ঘদিন যাবৎ অকেঁজো হয়ে পড়ে রয়েছে। এছাড়া ডাক্তার সংকটের কারণে পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটারটি প্রায় ৫ বছর যাবৎ বন্ধ রয়েছে। এতে দরিদ্রপীড়িত অঞ্চলের রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসী জানায়, হাসপাতালে এক্সরে,ইসিজি করতে এসে সরকারের নির্ধারিত ফ্রির চেয়ে বেশী টাকা দাবী নেওয়ায় অসহায় অনেক মানুষ সেবা নিতে এসে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বহিরাগত দালালদের দৌরাত্ম, অপরিচ্ছন্নতা ও ডাক্তার সংকটের কারণে অনেক রোগী বিনা চিকিৎসায় ফিরে যায়।

ভূক্তভোগী রোগীরা জানান, হাসপাতালালের পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটারে এক সময় সিজারসহ প্রতিদিন বিভিন্ন অপারেশন করা হতো। এতে দরিদ্র মানুষরা উপকৃত হতো।  দীর্ঘদিন ধরে অপারেশন বন্ধ থাকায় এলাকাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রাংশ অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে। একমাত্র আলট্রাসনোগ্রাম মেশিনটিও দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শহীদুর রহমান জানান, ডাক্তার সংকটে হাসপাতাল চালানো সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, প্রেষণ বাতিলসহ শূন্যপদে ডাক্তার চেয়ে উর্দ্ধতন দপ্তরে জানানো হয়েছে।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top