
পলাশবাড়ি প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ মনোনয়ন ঘোড়দৌড়ে নানা জল্পনা-কল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় ভাবে চূড়ান্ত মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় বিভিন্নস্তরে নেতাকর্মীদের তাৎক্ষনিক আয়োজনে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন মনোনীত প্রার্থীর সদরের নুনিয়াগাড়ীস্থ (প্রফেসরপাড়া) ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে মনোনীত প্রার্থীর পক্ষে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লালু, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ ফরিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রাজু, হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজনুর রহমান ময়নুল মাস্টার, সদর ইউপি সদস্য খায়রুল ইসলাম ও প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ছাড়াও স্থানীয় উৎসুক ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর মনোনয়ন নিশ্চিত হওয়ায় প্রথমেই পরম স্রষ্টার নিকট শোকরিয়া জানান। সেই সাথে আওয়ামী লীগ সভানেত্রী-জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তারা নির্বাচনী প্রচার-প্রচারনার ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতীক নৌকার শ্লোগানসহ সর্বস্তরে ভোটারদের উদ্বুদ্ধকরার মধ্য দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ পলাশবাড়ী উপজেলাবাসীদের আহবান জানান। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , উপজেলা নির্বাচন ২০১৯ এর দ্বিতীয় ধাপে পলাশবাড়ী উপজেলা পরিষদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করবেন সাবেক সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
⇘সংবাদদাতা: পলাশবাড়ি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।