ধনবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী হিরার পক্ষে মোটর সাইকেল শোভযাত্রা

S M Ashraful Azom
1
ধনবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী হিরার পক্ষে মোটর সাইকেল শোভযাত্রা
মধুপুর প্রতিনিধি: , তৃনমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক জেলা আওয়ামী লীগের সদস্য ও  উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি হারুনার রশিদ হিরা। ইতিমধ্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রে পাঠানো তিন জনের নামের তালিকায় প্রথমে হারুনার রশিদ হিরার নাম রয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য এ প্রার্থীর পক্ষে গতকাল বুধবার মোটর সাইকেল শোভাযাত্রা ধনবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় তিন সহস্্রাধিক মোটর সাইকেল অংশ নেয়। শোভাযাত্রা শুরুর প্রাক্কালে ধনবাড়ী নওয়াব ইন্স্টিটিউশন মাঠে মনোনয়নের দাবীতে এক সমাবেশে দোয়া চেয়ে বক্তব্য রাখেন সম্ভাব্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হিরা।

হিরার পক্ষে মোটর সাইকেল শোভযাত্রা
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. হালিম, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরশেদ আলম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল, ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, শফিকুল ইসলাম, সুরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মশিউর রহমান মিন্টু, যুগ্ম-আহবায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মিরা বলেন, সর্বমহলে গ্রহণযোগ্য নেতা হারুনার রশিদ হিরা আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং সকল দ্বিধা-দ্বন্ধ দূর হয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হারুনার রশিদ হিরা সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে তৃণমূল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ করে সন্ত্রাস, দুর্নীতি আর মাদকমুক্ত মডেল উপজেলা গঠন করবেন। তিনি বলেন, বিজয়ী হলে উপজেলা চেয়ারম্যানের চেয়ারকে তিনি আস্থার জায়গা হিসাবে পরিণত করবেন এবং ধনবাড়ীকে সন্ত্রাস, চাঁদাবাজ আর মাদকমুক্ত করে মডেল উপজেলায় পরিণত করা হবে।

উল্লেখ্য, উক্ত মোটর সাইকেল শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,  কৃষকলীগ, শ্রমিক লীগসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, সকল ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top