
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: নদীতে গোসল করতে গিয়ে আনোয়ার হোসেন নামের নবম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। ২০ফেব্রুয়ারী (বুধবার) দুপুরের দিকে রাজিবপুর উপজেলার নয়ারচর গ্রাম সংলগ্ন ব্রম্মপুত্র নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পরিবার সুত্রে জানা যায়, দুপুরের দিকে আনোয়ার হোসেন নয়ারচর গ্রামের পাশে ব্রম্মপুত্র নদীতে গোসল করতে যায়। সে গোসল করতে নদীতে ডুব দিয়ে আর ভেসে উঠেনি বলে আশপাশে থাকা স্থানীয় লোকজন জানান। নিখোঁজ আনোয়ার হোসেন নয়ারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে উপজেলার নয়ারচর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
এব্যাপারে নয়ারচর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন নিখোঁজের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি আনা হচ্ছে। আশা করি নিখোঁজের লাশ উদ্ধার করা সম্ভব হবে।
এ মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসছে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।