
আনসার আলী, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নার্সিং শিক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট অন্তর্ভূক্ত না করার এবং শুধু নার্সিং ডিপ্লোমাধারীদের প্রচলিত নিবন্ধন পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে মধুপুর নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মধুপুর নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী এলমা নাসরিন। একাত্ত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন টিআইবি’র সচেতন নাগরিক কমিটি- সনাক’ মধুপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, উচ্চ মাধ্যমিক পাশ করে ইংরেজি মাধ্যমে তিন বছর মেয়াদী রীতিমত ব্যবহারিক জ্ঞানার্জনে নার্সিং কোর্স সম্পন্ন শেষে নিবন্ধন পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী সম্পূর্ণরূপে নার্সে পরিণত হয়। এ ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা একজন বাংলা মাধ্যমে স্বল্প মেয়াদী শুধু তাত্ত্বিক জ্ঞান নিয়ে সম্পূর্ণ নার্স হতে পারে না। চিকিৎসা শিক্ষায় এ এক চরম বৈষম্য। চিকিৎসা সেবায়ও বয়ে আনবে চরম দুর্গতি। তাই এ বিষয়ে সুচিন্তিত নীতি তৈরি করা প্রয়োজন।
এ নীতি প্রণয়ন করার পূর্ব পর্যন্ত আগের নিয়মেই কোর্স সম্পন্নকারি নার্সদের নিবন্ধন পরীক্ষা গ্রহণের আহবান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
⇘সংবাদদাতা: আনসার আলী
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।