
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বগুড়ায় র্যাব ক্যাম্পের সদস্যরা শফিকুল ইসলাম টগর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে শহরের চকলোকমান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলেও রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এতথ্য জানায়। শফিকুল ইসলাম ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। ঘটনাস্থল শাজাহানপুর থানাধীন হওয়ায় ধর্ষিত নারী বাদী হয়ে তার শ্বশুড়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে শনিবার রাত পৌণে ১০টায় ই-মেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব সদস্যরা জানান, গ্রেফতার শফিকুল ইসলাম টগর স্থানীয় একটি গ্যারেজে কাজ করে। তার ছেলে পেশায় একজন মিস্ত্রি। কাজের প্রয়োজনে সে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে ফেরেন রাত ১০টার দিকে। তাঁর পুত্রবধূ ৮/১০ বছরের এক কন্যাকে নিয়ে বাড়িতেই থাকে। একই বাড়িতে থাকার কারণে পুত্রবধূর দিকে কুদৃষ্টি পড়ে লম্পট শ্বশুরের। এরই এক পর্যায়ে ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সে তাঁর পুত্রবধূর ঘরে ঢোকে এবং তাকে ধর্ষণ করে।
এ সময় ধর্ষিতার চিৎকারে ঘুমিয়ে থাকা কন্যা জেগে উঠলে শ্বশুর পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা ওই নারী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে। এজন্য তিনি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর পর ২৩ ফেব্রুয়ারি বগুড়া র্যাব ক্যাম্পে গিয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই নারীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর র্যাব বগুড়া ক্যাম্পের একটি দল ২৩ ফেব্রুয়ারি বিকেলে অভিযানে নামে। বিকেল পৌণে ৫টার দিকে চকলোকমান এলাকা থেকে ধর্ষণের আলামতসহ শ্বশুর শফিকুল ইসলাম টগরকে গ্রেফতার করা হয়। পরে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।