
সেবা ডেস্ক: কাল দিন বাদ রবিবার সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পুজা। এদিনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাসা বাড়িতে পালন করা হবে এ পুজা।
সরস্বতী পুজা উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী প্রতিমা মেলা। প্রতিমা তৈরীর কারিগররা মেলায় এসে প্রতিমা তৈরী ও বিক্রী করছেন। শহরের বিভিন্ন এলাকা হতে আসা পুজারীরা পুজার জন্য পছন্দ মতো প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন।
মেলায় ছোট, বড়, মাঝারী বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে। ছোট সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে তিন শ’ থেকে পাঁচ শ’ টাকায়। মাঝারী সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে ছয় শ’ থেকে পনের শ’ টাকায়। বড় সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে দুই থেকে দশ হাজার টাকায়। সে সাথে মেলায় বিক্রী হচ্ছে ফুলসহ পুজার অন্যান্য সরঞ্জামও।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।