
রৌমারী প্রতিনিধি : রৌমারীতে ১ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিরব মিয়া (৬) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে অবশেষে ঢাকা পঙ্গু হাসপাতালে মারা যায় । মৃত্যু শিশুটি চর নতুন বন্দর গ্রামের দিনমুজুর বকুল মিয়ার ছেলে। সে চরফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
গত ৫ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরফুলবাড়ি হাফেজীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনার শিকার হয় শিশুটি।
আরও পড়ুন>> রৌমারীতে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থী আহত-পঙ্গু হাসপাতালে ভর্তি
স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে। পরে শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা.অনুপ কুমার বিশ্বাস ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন।
সেখানেও শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকগণ। অবশেষে ঢাকা পঙ্গু হাসপাতালে মারা যায় শিশুটি।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।