
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শিবগঞ্জে আনোয়ারুল ইসলাম ওরফে আমিনুর (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারুল রাজশাহী জেলার তানোর উপজেলার শংকরপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, শনিবার ভোরে ওই এলাকার নজরুল ইসলাম গাছুর বাড়ির টয়লেট থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন। পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার জানান, এলাকাবাসীর দেওয়া সংবাদের পর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তাঁর স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘ ১০ বছর ধরে ঠাকুরগাঁও জেলার উত্তর গোলায় পাড়া গ্রামে বসবাস করে আসছেন। কিন্তু কেন এবয় কিভাবে এখানে এলেন তা অনুসন্ধান করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।