
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি মুশুদ্দি ইউপি চেয়ারম্যান খন্দকার মঞ্জুর মুর্শেদ নান্নু মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সোহরাব আলী মাষ্টার, ম্যানেজিং কমিটির সদস্য মফিজুল করিম লালু, রাশেদুজ্জামান মুন্টু, হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ. রাজ্জাক, আব্দুল মজিদ বরকত প্রমুখ।
শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।