আনসার আলী, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি জোনাকী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ১৭তম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার মুশুদ্দি আফাজ উদ্দিন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মুশুদ্দি ইউপি চেয়ারম্যান খন্দকার মুঞ্জুর মুর্শেদ নান্নু মাষ্টারের সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া খাতুন।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, ধনবাড়ী কিন্ডারগার্ডের এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জোনাকী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক দোলোয়ার হোসেন, শিক্ষক রোকনুজ্জামান ইদ্রিস, মাওলানা জুলহাস উদ্দিন প্রমুখ।
শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
⇘সংবাদদাতা: আনসার আলী
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।