
তানভীর হোসাইন রাজু, ফুলবাড়ি: অধুনাবিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ইউনিটের ছাত্রনেতা জাকির সরকারের জন্মদিনে রবিবার সকাল ৭.৩০মিনিটে দাসিয়ারছড়া ইউনিট ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্নয় কমিটির সাথে ছাত্রদের নিয়ে কাজ করা ও জাকির সরকারের বেড়ে উঠার গল্প তুলে ধরেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাব ফুলবাড়ির যুগ্ন-সাধারন সম্পাদক ও কাশিপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন রাজু, দাসিয়ারছড়া ইউনিটের যুগ্ন আহব্বায়ক রাধা কান্ত,যুগ্ন আহব্বায়ক হাফিজুর রহমান, রুবেল হোসাইন, রাধে অন্ত, খোকনসহ প্রমুখ ব্যাক্তি বর্গ।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় আন্দোলনের সময় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটি দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে দাসিয়ারছড়া ইউনিটের সকল ছাত্রদের একত্রিত করে ছাত্র আন্দোলনের গতিকে বেগমান করার নেতৃত্ব দেন জাকির সরকার।
ছিটমহল থাকাকালীন সময়ে কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুল সরকার ও সম্পাদক তাজুল ইসলামের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন। কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হন।
২০১০-২০১১ সালে কাশিপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন রাজু সহ ছাত্রলীগকে শক্তিশালী করার জন্য প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় ছাত্রলীগের কর্মী তৈরি করতে জোরালো ভূমিকা রাখেন।ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের হাত ধরে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের বেসরকারী স্কুল বিষয়ক সম্পাদকের পদ লাভ করেন।
পরবর্তিতে কুড়িগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। ভারত - বাংলাদেশ ছিটমহল বিনিময় সর্ম্পন হলে দাসিয়ার ছড়া ছাত্রলীগ গঠন করেন।
তিনি এখন পর্যন্ত দাসিয়ারছড়া ইউনিটের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে রয়েছেন। এছাড়াও দাসিয়ারছড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষককতা পেশায় নিজেকে জড়িয়ে নিয়েছেন।
⇘সংবাদদাতা: তানভীর হোসাইন রাজু
⇘সংবাদদাতা: তানভীর হোসাইন রাজু
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।