
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর সদর ও মেলান্দহ উপজেলার সীমান্তবর্তী এলাকা মধ্যেরচর, রশিদপুর ও চরচন্দ্রা এলাকায় ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
২৪ মার্চ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: ফরিদা ইয়াসমিন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার মেশিন দু’টি পুড়িয়ে দেন। এ সময় বালি উত্তোলনকারি চক্রটি পালিয়ে যায়।
মেলান্দহ-মাদারগঞ্জ-জামালপুরের সংযোগ সড়কের ব্রহ্মপুত্রের শাখা ঝিনাই নদীর উপর ভাবকী-রশিদপুর শহীদ আমানুল্লাহ কবির ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের মহোৎসব চলছিল। এতে ব্রিজটি হুমকীর মুখে পড়ে।
সদর উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন জানান-ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় আইনের আওতায় আনা যায় নি।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।