
রকি চন্দ্র সাহা, চাঁদপুর প্রতিনিধি : শাহরাস্তিতে ৩য় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি অত্যান্ত কম ছিলো। উপজেলার ৫৮টি ভোট কেন্দ্রের ৪১৫টি বুথে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এদিকে নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিলো কঠোর নিরাপওা ব্যবস্থা। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তার জন্য র্যাব,বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নির্বাচনী কাজে দ্বায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। তাই শাহরাস্তি উপজেলায় ৫৮টি কেন্দ্রের কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শাহরাস্তি উপজেলার ৫৮টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী প্রার্থী (নৌকা প্রতীক ) ২১ হাজার ১শ ৫৫ ভোট পেয়েছেন ও স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৫১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তোফায়েল আহমেদ ইরান (উড়োজাহাজ প্রতীক) ১৪ হাজার ৫শ’ ১১ ভোট ও মো. সাইফুল ইসলাম মোল্লা (চশমা প্রতীক) ১১ হাজার ৮শ’ ২০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার (হাঁস প্রতীক)২০ হাজার ভোট পেয়ে নির্বাচিত ও হাসিনা আক্তার (প্রজাপতি প্রতীক) ৭ হাজার ৮শ’ ৩৮ ভোট পেয়েছেন।
এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে ছিলেন ৫ জন প্রার্থী । শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য মোঃ তোফায়েল আহম্মদ ইরান( উড়োজাহাজ প্রতীক) নিয়ে ১৪’হাজার ৫ শ’ত ৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে ছিলেন ৫ জন প্রার্থী । শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য মোঃ তোফায়েল আহম্মদ ইরান( উড়োজাহাজ প্রতীক) নিয়ে ১৪’হাজার ৫ শ’ত ৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ঢাকা মহানগর তাঁতীলীগের নেতা আলহাজ্ব সাইফুল হোসেন মোল্লা চশমা প্রতীক নিয়ে ১১ হাজার ৮শত ৩০ ভোট পেয়ে পেয়েছেন। টামটা দক্ষিন ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক পাটোয়ারী টিউবয়েল প্রতীক নিয়ে ৯ হাজার ৪শত ৬৪ ভোট পেয়েছেন। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসোন (জেড. এম আনোয়ার) তালা প্রতীক নিয়ে ৪ হাজার ২শত ৯৪ ভোট পেয়েছেন।
এ দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুনাহার (হাঁস) প্রতীক নিয়ে ২১হাজার ৯শ ০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী হাসিনা আক্তার স্বতন্ত্র (প্রজাপ্রতি) প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮শ ৩৮ ভোট। শাহরাস্তি উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৬৮ হাজার ৮শত ২৭জন।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।