
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম সওদাগর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। ৩ মার্চ রোববার পৌরসভা কার্যালয়ে প্রথম সভার মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
প্রথম সভায় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর সচিব নুরুল আলম, কাউন্সিলর কামরুজ্জামান সুজন, হাসিবুর রহমান বাবুল, মিজানুর রহমান।
এছাড়াও সকল কাউন্সিলর , পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম সভার মাধ্যমে কাজ শুরু করার পর পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বকশীগঞ্জ পৌরসভার উন্নয়নে পৌরবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।