
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্ররা বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। রোববার সকাল ১১টায় মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের ছাত্র মাহমুদুল হাসান মিঠুন, রায়হান আহমেদ, জেসমিন আক্তার দিনা, আহসান হাবিব, রাফিউল ইসলাম রিয়ান প্রমুখ। পরে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা মেডিকেল কলেজ ক্যম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যানের স্মারক লিপি প্রদান করে।
বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের পাশে হাসপাতালের সামনের রাস্তা পারাপারের সময় ৩ মেডিকেলের ছাত্রের উপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়।
এরপর থেকেই ছাত্ররা আন্দোলনে নামে। ছাত্ররা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন, মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দিয়েছে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।