বাঁশখালী উপজেলা নির্বাচনে চলছে ভোটগ্রহণ, ভোটকেন্দ্র গুলো ফাঁকা

S M Ashraful Azom
0
বাঁশখালী উপজেলা নির্বাচনে চলছে ভোটগ্রহণ, ভোটকেন্দ্র গুলো ফাঁকা
নাপোড়া শেখেরখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি
শিব্বির আহমদ রানা, কেন্দ্র থেকে ঘুরে: আজ রোববার ২৪ মার্চ বহুল প্রতীক্ষিত বাঁশখালী উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়ার মতো নয়। উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় কোন কোন কেন্দ্রের বুথে ১০ এর অধিক ভোটও পড়েনি।

ভোটার এলাকা ঘুরে দেখা গেছে, ৫ম বারের মতো ৩য় ধাপে অনুষ্টিত উপজেলা নির্বাচনে সিংহভাগ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

চলমান ভোট কার্যক্রেমের ভোট সমীকরণের হিসেবঃ রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে সকাল ৯ টা পর্যন্ত সময়ে ভোট পড়েছে ৯টি বুথে ২৭টি, ৮২ নং শিলকুপ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ৯টি বুথে ভোট পড়েছে ২৮০ টি, চাম্বল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি বুথে ১২টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ভোট পড়েছে ৮০০টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০১৫ টি। নাপোড়া শেখেরখী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টা ১৪ মিনিট পর্যন্ত সময়ে ১৩০৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৫০ টি, পুঁছড়ি মকছুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পিজাইডিং অফিসার রাজীব কুমার দাশ জানান, এ কেন্দ্রে ৩৪১৯ ভোটের মধ্যে ৮ টি বুথে দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত সময়ে ২১শত ভোট পড়েছে, পুঁছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মু. আমিনুর রহমান জানান এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৭৯৯টি, ৯টি বুথে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত সময়ে ২ হাজার ভোট গ্রহণ চলমান। তিনি জানান সকালে ১জন জাল ভোট দিতে এসে হাতে-নাতে ধরা পড়েছে।

এপর্যন্ত বাঁশখালী উপজেলা নির্বাচনে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top