
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বিশ্ব বৈষম্য বিলোপ দিবস পালন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) উদ্দোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
দলিতদের প্রতি অস্পৃশ্যতার চর্চা বন্ধে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ ৮দফা দাবী আদায়ের লক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ধুনট উপজেলা শাখার সভাপতি লালন রবিদাস। সংগঠনের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র রুহিদাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিডিইআরএম বগুড়ার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হান্নান রবিদাস, নারী বিষয়ক সম্পাদক রূপালী রানী দাস, আদিবাসী যুব পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি স্বপন কর্ণিদাস, আদিবাসী নেতা হৃদয় বাগদি, বাংলাদেশ রবিদাস ফোরাম ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুরান রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামারু রবিদাস, বিডিইআরএম ধুনট উপজেলা শাখার সহসভাপতি মোহন রবিদাস, সহসাধারণ সম্পাদক দিপু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক টাইগার হরিজন, সুজন শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন, রনজিৎ কুমার ও শুনীল সাহা প্রমুখ।
⇘সংবাদদাতা: রফিকুল আলম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।