
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যে ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা চালা বাসস্ট্যান্ড বাজারে ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াছমিন, মৎস কর্মকর্তা আইযুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন প্রমুখ।
উপজেলা মৎস কর্মকর্তা আইযুব আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালা বাসস্ট্যান্ড বাজার হতে আমরা ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করি এবং তা ইতিমদের মাঝে বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।