
ঘাটাইল প্রতিনিধি: রবিবার র্যালি আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির পালনের মধ্য দিয়ে ঘাটাইলে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় এমপি আলহাজ্জ আতাউর রহমান খান। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান,সহকারী কমিশনার ভুমি মোছা.নুর নাহার বেগম, টাঙ্গাইল জজ কোর্টেও পিপি এডভোকেট এস আকবর খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামছুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান প্রমূখ।
পরে এ উপলক্ষ্যে শিশু কিশোরদের অংশগ্রহনে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।
অনুষ্ঠান সঞ্জালনা করেন সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।