
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন।
এ সময় বক্তারা শিশুদের বঙ্গবন্ধুর আর্দশে বড় হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান। শোভাযাত্রায় রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধী,প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।