গরু মোটাতাজা করণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

S M Ashraful Azom
0
গরু মোটাতাজা করণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
তাজুল ইসলাম, সারিয়াকান্দি প্রতিনিধি: “আমার বাড়ী, আমার খামার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে যুব উন্নয়ন অধিদপ্তর ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যৌথ উদ্যোগে একটি বাড়ী একটি খামার প্রকল্পের ৪০জন সদস্যকে গরু মোটাতাজা করণ পদ্ধতির ৩দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। 

সোমবার দুপুরে বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে কো-অর্ডিনেটর জনাব রুকসানা ইয়াসমিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে “একটি বাড়ী একটি খামার”  প্রকল্প সারিয়াকান্দির ৮টি সমিতির সর্বমোট ৪০জন সদস্যদের হাতে এ সনদপত্র তুলেদেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শরিফ আহমেদ। সনদ বিতরণপূর্বক আলোচনা সভায়, তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনার-আমার যৌথ প্রচেষ্টায় এ ক্ষুদ্র প্রশিক্ষণের মাধ্যমে হলেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব। এজন্য এ প্রশিক্ষণটি কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের সকলকে মোনযোগ সহকারে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পল্লী উন্নয়ন একাডেমি অফিসার জনাব কাবিল, উপজেলা শিক্ষা অফিসার, সহকারি প্রকৌশলী, রুপালী ব্যাংক গোলাবাড়ী গাবতলী শাখা ব্যবস্থাপক, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারি আইনুন্ন নাহার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোঃ রোকসানা পারভীন, প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, কোর্সের পশু পালন প্রশিক্ষক জনাব সফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মসৎ প্রশিক্ষক জনাব মোঃ আজমল হোসেন।


⇘সংবাদদাতা: তাজুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top