
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ সড়কের নইলের ঘাট রোডে ভটভটি উল্টে ৫ গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ মার্চ বিকেলে। স্থানীয়রা জানিয়েছেন- মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার সংযোগ সড়কের ব্রিজ ভেঙ্গে যাওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন বছর আগে বন্যার প্রবল স্রোতে মেলান্দহ উপজেলার নইলেরঘাট ও বন্দোরৌহার মাঝ পথে ব্রিজটি ধসে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
দৈনিক কমপক্ষে ১০ সহস্রাধিক মানুষ চলাচল করে এই রাস্তায়। প্রায় দুই কি:মি: দীর্ঘ পাইলিংকৃত রাস্তার মাঝখানে ছোট্র ব্রিজ স্থাপন করায় বন্যার স্রোতে ব্রিজটি ভাসিয়ে নেয়। রাস্তাটি ঝুকিমুক্ত করতে বড় আকারে ব্রিজ নির্মাণের দাবি পথচারিদের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান-আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই নিজ অর্থায়নে মাটি কেটে চলাচল উপযোগি করছি।
মেলান্দহ উপজেলা প্রকৌশলী মো: শফিকুল ইসলাম খান জানান- বৃহদাকার ৪৮ মি: দীর্ঘ ব্রিজ নির্মাণের প্রস্তাবটি অনুমোদন হলেই টেন্ডার হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।