
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সুদিন গ্রামের ৯ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২১) নামের এক লম্পট যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের সুদিন গ্রামের ৯ বছরের শিশুকন্যাকে গত ১৯ মার্চ সকাল ৭টার সময় একই গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে লম্পট রবিউল ইসলাম বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ওই শিশুটিকে উদ্ধার করে। এ সময় লম্পট রবিউল সুযোগ পেয়ে পালিয়ে যায়।
এদিকে ওই ঘটনাটি গ্রামের কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপার দেওয়ার জন্য বুধবার রাতে গ্রামে একটি বৈঠক করেন। বৈঠকের খবর গোপনে জানতে পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে ওই লম্পট রবিউলকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিশু কন্যার মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহাদেব সাহা বলেন, আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।