
পলাশবাড়ি প্রতিনিধি: জমাজমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া মৌজার ১০৬ নং খতিয়ানে এর ৪৩৫ /২৮৯/৪৫১ নং দাগের ৭ বিঘা জমিতে রোপনকৃত ইরি বোরো ধান গাছ রাতে আধারে কর্তন করেছে প্রতিপক্ষরা । এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মরাদাতেয়া মৌজার রোপনকৃত ইরি বোরো আবাদী জমির ধানের গাছ কর্তন করে জমিতে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। এসময় ধান রোপনকারী মরাদাতেয়া গ্রামের মৃত সদর হোসেনের ছেলে মন্টু মিয়া (৫৬) বলেন,প্রতিপক্ষ মৃত রবিয়াল হোসেনের ছেলে ফেরদাউস হোসেনগং এর লোকজন গতকাল বুধবার রাতে আধারে উক্ত জমি গুলোর ধান কর্তন করে। আমরা এঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি। ভুক্তভোগী পরিবারের এক নারী সদস্য বলেন,আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে কি খাবো আমাদের কি হবে ঘটনার সাথে জড়িতদের শাস্তি চাই।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মজিবর রহমান জানান ,ঘটনাটি অমানুবিক এর সাথে জড়িত সকলের দৃষ্ঠান্তমূলক শাস্তি হওয়া দরকার।
ঘটনাটির পর আজ সকালে উক্ত জমি গুলো পরির্দশন করেছেন হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
⇘সংবাদদাতা: পলাশবাড়ি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।