
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এ শ্লোগনকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উপলক্ষে ২ দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ধুনট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহানা।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও সহকারী শিক্ষক তফিজ উদ্দিন প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলায় ধুনট উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।