
জামালপুর সংবাদদাতা ॥ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলার ইসলামিক মিশনের আওতায় বন্ধ হোমিও চিকিৎসালয়গুলো সচলের দাবি জানিয়েছেন-চট্রগ্রামের দাতব্য চিকিৎসালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভূইয়া।
২২ মার্চ দুপুরে জামালপুরের মেলান্দহে প্রয়াত ৭ হোমিও চিকিৎসকের স্মরণ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মেলান্দহ ডিএসএমএস ডক্টরস এসোসিয়েশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন-জেলা সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন-মেলান্দহ শ্রমিক লীগ ও বণিক সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, কেন্দ্রীয় ডিএইচএমএস’র ভাইস প্রেসিডেন্ট ডা. আনম বদর উদ্দিন, জামালপুর হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মনিরুজ্জামান খান, সহকারি অধ্যাপক ডা. একেএম জিল্লুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, হোমিও দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক ডা. এমদাদুল হক, মেলান্দহ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. আলাউদ্দিন, সম্পাদক ডা. একে আজাদ প্রমুখ।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।