
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌর এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের অর্থায়নে ষ্টেশনের নামাজ খানা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে প্রধান অতিথি হিসেবে নামাজ খানা নির্মান কাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষক হায়দার আলী হিন্দোল, ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা আতাউর রহমান, ষ্টেশন লিডার শামীম রেজা, ফায়ারম্যান শাহিনুল ইসলাম, খোরশেদ আলম, আনিছুর রহমান, রাকিবুল হাসান, জিয়াউল করিম, আলমাছ আলী, রাসেলুর রহমান ও ড্রাইভার তাহিরুল ইসলাম প্রমুখ।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।