
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট সাব রেজিষ্ট্রার রিপন মন্ডলের বিরুদ্ধে দলিল নিবন্ধনে (রেজিষ্ট্রি) অবৈধভাবে ১২ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মচারী মমতাজ বেগম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকায় চরপাড়া গ্রামের মমতাজ বেগম উপজেলা হিসাব রক্ষন কার্যালয়ে অফিস সহায়কের কাজ করে। তার শশুর ইব্রাহীম সেখ ও শ্বাশুড়ি হালিমা খাতুন ধুনট মৌজার চরপাড়া গ্রামের বেগম খাতুন আকলিমাসহ ৮ জনের নিকট থেকে ১০ শতক জমি ক্রয় করেন। ওই জমির খতিয়ান নম্বর ৮০৮৬ এবং দাগ নম্বর ৬৮৮৬।
গত ১২ মার্চ ওই জমির দলিল নিবন্ধন করার জন্য গ্রহীতাদের সাথে নিয়ে সাব রেজিষ্ট্রি অফিসে যান মমতাজ বেগম। সরকারি বিধি মোতাবেক ওই জমির মূল্য নির্ধারন করা হয় ১৩ লাখ ৫৩ হাজার টাকা। সেই হিসেব অনুযায়ী দলিল লেখক জালাল উদ্দিন সোনালী ব্যাংক ধুনট শাখায় টাকা জমাদানের রশিদ দলিলের সাথে সংযুক্ত করে নিবন্ধনের জন্য সাব রেজিষ্ট্রারের নিকট দাখিল করেন।
এ সময় সাব রেজিষ্ট্রার জমির কাগজপত্রে নানা ভুলভ্রান্তির অজুহাত দেখিয়ে কৌশলে মমতাজ বেগমের নিকট থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়ে দলিল নিবন্ধন করেছে। যাহার নং ১৬১৭। এ ঘটনায় ১৩ মার্চ দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে মমতাজ বেগম অভিযোগ দিয়েছে।
ধুনট সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক জালাল উদ্দিন বলেন, প্রথমে ১২ হাজার টাকা দিতে অস্বীকার করায় দলিল নিবন্ধন করতে রাজি হননি। পরে সাব রেজিষ্ট্রারকে ১২ হাজার টাকা দিয়ে জমির দলিল নিবন্ধন করা হয়েছে।
এ বিষয়ে সাব রেজিষ্ট্রার রিপন মন্ডল বলেন, দলিল লেখক জালাল উদ্দিন অফিসের ফি ছাড়াও অতিরিক্ত ১২ হাজার টাকা আদায় করেছিল। এ বিষয়টি জেনে দলিল লেখকের নিকট থেকে ১২ হাজার টাকা ফেরত নিয়ে মমতাজ বেগমকে দেওয়া হয়েছে। এতে দলিল লেখক ক্ষুব্ধ হয়ে মমতাজ বেগমকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে মমতাজ বেগমের অভিযোগটি সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা বলেন, সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে অভিযোগটি খাতিয়ে দেখা হচ্ছে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।