
ফোরকান মাহমুদ, ফটিকছড়ি প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফটিকছড়ি বিভিন্ন স্কুলের সম্পন্ন হয়েছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। সরকারি নিদের্শনা অনুযায়ী সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
কাঞ্চন নগরে গত ১৪মার্চ বৃহস্পতিবার সকাল থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ভোট অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সর্বমোট ১১৫১ ভোটের মধ্যে ৫৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬ষ্ঠ হইতে ১০ম শ্রেণির ছাত্রীদের মাঝে ১৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হন ৭ জন শিক্ষার্থী।
নির্বাচিতরা হলেন ১০ম শ্রেণির আম্মার মাহমুদ, পুষ্পিতা, ৯ম শ্রেণির আলম হোসাঈন, ৮ম শ্রেণির আলম, ৭ম শ্রেণির আয়শা সুলতানা সাইকা, তৌহিদুল আলম, এবং ৬ষ্ঠ শ্রেণির তাবাচ্ছুম আফরিন আনিকা এবং মোস্তাফিজুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্রী সাবরিনা সুলতানা স্মৃতি।
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার নির্বাচিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের দায়িত্ব তিনি শিক্ষার্থীদের আরো বলেন, সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।
⇘সংবাদদাতা: ফোরকান মাহমুদ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।