
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর।। জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আবু বক্কর (৪০) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নয়া আগুনেরচর গ্রামে।
নিহত আবু বক্কর ওই গ্রামে খোকা হাজির ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বসতবাড়ি সংলগ্ন নিজস্ব সেচ পাম্পে প্রতিদিনের মতো শুক্রবার সকালে ধান ক্ষেতে পানি দিতে আবু বক্কর। সেচ পাম্পের বিদ্যুৎ সুইচ অন করে যথারীতি ধান ক্ষেতে পানি দিতে শুরু সে। এরপর বেলা এগারোটার দিকে স্থানীয় কতিপয় লোকজন সেচ পাম্পে গিয়ে দেখতে পায় পাম্পের জড়ানো বিদ্যুতের তারের সাথে জড়িয়ে চিৎকার করছেন (আবু বক্কর) তিনি। তাকে উপস্থিত লোকজন উদ্ধার করতে না করতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত আবু বক্কর তিন সন্তানের জনক। ইসলামপুর থানার এসআই মোবারব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্ষণ করেছি। কারো কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পারিবারিক ভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ইসলামপুর থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।