
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় রান্না ঘরের চুলার আগুনের সূত্রপাত ঘটে ৩ কৃষকের ঘর পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একটি গাভী দগ্ধ হয়ে মৃত্যুর প্রহর গুনছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বেলকুচি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে বেলকুচি গ্রামের মৃত আসমত আলীর ছেলে শহিদুল ইসলাম, ফরিদুল ইসলাম ও আব্দুল হান্নান একই আঙ্গিনায় বসবাস করেন। শুক্রবার দুপুরের দিকে ফরিদুল ইসলামের রান্না ঘরের চুলা থেকে অসাবধানতাবসত আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে ৩টি ঘর পুড়ে গেছে। এছাড়া একটি গাভী দগ্ধ হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।