
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রীচর গ্রামে ইছামতি নদী থেকে অজ্ঞাত বৃদ্ধর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে ডিগ্রীচর গ্রামে দক্ষিন ঘাট এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ডিগ্রীচর গ্রামের আলেয়া খাতুন নামে এক গৃহবধু বুধবার সকাল ১১টার দিকে ইছামতি নদীতে গোসল করতে যায়। সেখানে আগে থেকেই অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধর লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায় ওই গৃহবধু। তবে নদীতে কোন ¯্রােত না থাকায় ডিগ্রীরচর গ্রামের দক্ষিন ঘাট এলাকায় মৃতদেহটি আটকে আছে। নিহত ব্যক্তি ধবল কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। তার বয়স অনুমান ৬৫ বছর।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে বিকেল ৫টার দিকে ইছামতি নদী থেকে অজ্ঞাত বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের দিকে মৃতদেহের ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।