
রৌমারী প্রতিনিধি: ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এক বর্ণাঢ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেযারম্যান আফসানা রাব্বী রিপা, নবর্নিবাচিত উপজেলা পরিষদ চেযারম্যান শেখ আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা টিসিসির সভাপতি আজিজুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম রিজু প্রমুখ।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।