
টাঙ্গাইল প্রতিনিধি: আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮মার্চ) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে গ্রিন সোসিয়াল ওয়েলফেয়ার সোসায়টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইরশাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এসএম তৌনিক আহমেদ, সহ-সভাপতি রেজওয়ান রাশিদ জিদান, জায়মা আজিম ভুবন, তেহরিন জাহান হেমা, মাহিন নুজহাত আলম, অহনা আঞ্জুম প্রমুখ।
অনুষ্ঠানে নারী শিক্ষার ব্যবস্থা, নারী জাগরণ বাল্য বিবাহ, ধর্ষণ ও নারীদের মাসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে কিছু প্রামান্য চিত্র প্রদর্শণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।