
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: এক স্কুল ছাত্রীকে অপহরণ করাকে কেন্দ্র করে দু‘গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ৬ অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এব্যাপারে স্কুল ছাত্রীর বাবা মনিরুজ্জামান বাদী হয়ে ১২জনকে আসামী করে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে গত ৩মার্চ (রবিবার) বেলা ২টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দুর্গম চরাঞ্চল কাজাইকাটা গ্রামে।
পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলার পার্শ্ববর্তী উলিপুর উপজেলার গেন্দার আলগা গ্রামের আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল বাতেনের ছেলে মনির হোসেন ও রিপনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল বেলা ২ টার দিকে রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে হামলা দেয়। এসময় গেন্দার আলগা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর পড়–য়া ছাত্রী মোছা. তানিয়া আকতার মনিকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। তখন মেয়ের চাচাতো ভাই খোকন মিয়া সহ পরিবারের লোকজন অপহরণকারিদের বাধা দিলে তারা চড়াও হয়ে দেশিয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বাড়ির লোকজনের উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে মেয়ের মা সাহেরা খাতুন (৩৫), জেঠি লালবানু (৪৫), চাচা নুরুজ্জামান (২৫) ও ফজলুল হক (৫৫) গুরতর আহত হয়। স্বজনরা গুরতর আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। এসময় ৬ অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে গ্রামবাসি। আকটকৃতরা হলেন মনির হোসেন ,ফরিদ মিয়া, রিপন, আবুল কালাম, সুজন মিয়াসহ ৬জন। এব্যাপারে স্কুল ছাত্রীর বাবা মনিরুজ্জামান বাদী হয়ে ১২জনকে আসামী করে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেছে।
এব্যাপরে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণকারিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা হয়েছে। সোমবারে গ্রেফতারকৃত ৬জনকে কুড়িগ্রাম কোর্টে প্রেরন করা হয়েছে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।