বগুড়ায় করতোয়া এক্সপ্রেস লাইনচ্যুত: ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

S M Ashraful Azom
0
বগুড়ায় করতোয়া এক্সপ্রেস লাইনচ্যুত ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার গাবতলীতে করতোয়া এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুড়িমারী ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলীতে লাইনচ্যুত হলে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওই সময় আতঙ্কে ট্রেন থেকে লাফ দিতে নামতে গিয়ে ২-৩ জন যাত্রী আহত হন। বোনারপাড়া থেকে আসা রিলিফ ট্রেন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করলে রবিবার রাত সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগুড়া স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম ও গাবতলী স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বুড়িমারী থেকে সান্তাহারগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী স্টেশনে যাত্রা বিরতির কথা ছিল। স্টেশনে প্রবেশের আগেই প্রায় দেড়শ গজ আগে পেছনের শেষ বগিটা লাইনচ্যুত হয়। ট্রেনটি ইঞ্জিনসহ এক নম্বর লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি দুই নম্বর লাইনে প্রবেশ করে।

এ সময় বিকট শব্দে পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তখন ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে ২-৩ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামের সৈয়দ জামাল ইসলামের স্ত্রী তাসলিমা। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। বিপুল সংখ্যক উৎসুখ জনতা সেখানে ভিড় করেন। করতোয়া এক্সপ্রেস গাবতলী স্টেশনে যাত্রাবিরতি করে। আধা ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি রেখে ট্রেন সান্তাহারের দিকে রওনা হয়। বগিটি লাইন পরিবর্তন করে অন্য লাইনে ঢুকে পড়ায় রেল লাইনের ক্ষতি হয়। ফলে লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

করতোয়া এক্সপ্রেসের পরিচালক গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, রেল ক্রসিংয়ের সমস্যা কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

বগুড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই বোনারপাড়া থেকে আসা রিলিফ ট্রেনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন। এরপর সোমবার ভোর সাড়ে ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনায় অন্য ট্রেন চলাচলে তেমন বিঘœ ঘটেনি। শুধু বোনারপাড়া থেকে সান্তাহারগামী কলেজ টেনটি গাবতলী স্টেশনে আটকে ছিল। তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top