
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহে অগ্নিকান্ডে ৪টি দোকানসহ একটি বসতবাড়ি ভস্মিভূত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রেলস্টেশন বাজারে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে একটি চাউলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে নগদ অর্থ-মালামাল-স্বর্ণালংকারসহ কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। মেলান্দহ থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।